আমতলীতে রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার

গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে খাবার দিতেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে রাস্তার পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার কুয়াকাটা মহাসড়কের আমতলী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ জুয়েল গাজী বলেন, খবর পেয়ে আমি ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে যাই। পরে পুলিশ এসে লাশটি থানার হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে ওই নারী এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে খাবার দিতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে খবর দেয়া হয়েছে।