জলাতঙ্কের ভ্যাকসিন নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ২

শরীয়তপুর জেলার পূর্ব ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত |নয়া দিগন্ত

শরীয়তপুরে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হাসপাতালে যাওয়ার পথে ভ্যান ও পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশ্রাফ আলী দর্জি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আশ্রাফ আলীর স্ত্রী রেনুজা বেগম ও মেয়ে স্বপ্না গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত রেনুজাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে জেলার পূর্ব ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ডামুড্যা থানা সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের গরিবের চর এলাকার আশ্রাফ আলী দর্জিকে কুকুরে কামড় দেয়ায় জলাতঙ্কের ভ্যাকসিন নিতে তিনি স্ত্রী রেনুজা বেগম ও মেয়ে স্বপ্নাকে নিয়ে ভ্যানযোগে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হন। পথিমধ্যে পূর্ব ডামুড্যা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশ্রাফ আলী, স্ত্রী রেনুজা ও মেয়ে স্বপ্না গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশ্রাফ আলী দর্জিকে মৃত ঘোষণা করেন। আহত স্বপ্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও রেনুজা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।’