ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।
আজ বুধবার সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করে পুনরায় রওনা দেন। কিন্তু কিছুদূর এগোতেই আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় তীব্র যানজটে আটকে পড়েন তিনি।
সূত্রে জানা গেছে, সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে উপদেষ্টা তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন।
এর আগে, মঙ্গলবার পর্যন্তও আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল।
হাইওয়ে পুলিশের দাবি, উপদেষ্টার সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি করে শুরু হওয়া অস্থায়ী সংস্কার কাজ, সড়কের খানাখন্দ এবং একপাশে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
স্থানীয়দের অভিযোগ, উপদেষ্টার সফর উপলক্ষে ‘দেখানোর জন্য’ তড়িঘড়ি সংস্কার শুরু করায় সড়ক সরু হয়ে গেছে, ইউটার্ন বন্ধ হয়ে পড়েছে এবং যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যানজট এখন ভয়াবহ। রাস্তা সংস্কার না করে বরং আরো বিপদে ফেলা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খন্দকার বলেন, ‘অস্থায়ীভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজটি করা হয়েছে।’