গাইবান্ধায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদ ও জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
গাইবান্ধায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদ ও জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়করা এবং ত্যাগী ও নির্যাতিত তৃণমূল জেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক পৌর বিএনপির সভাপতি ত্র্যাড হানিফ বেলাল, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, লোটাস খান, এস এম কামাল, কাওসার সুমনসহ অনেকেই।

বক্তারা বলেন, বর্তমান কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। সেই মেয়াদোত্তীর্ণ কমিটি আজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। বগুড়া থেকে আওয়ামী লীগ সুবিধাভোগী ব্যবসায়ী নাহিদুজ্জামান নিশাদকে দুই কোটির টাকার বিনিময়ে জেলা বিএনপির সহ-সভাপতির পদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, দলের ছোট ছোট কমিটিতেও টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ উঠেছে। তাই অচিরেই মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করার দাবি জানান। সেই সাথে এই কমিটির অধীনে ঘোষিত সকল ইউনিটের নির্বাচন বন্ধেরও দাবি জানানো হয়।