২০ বছর পর বরিশাল সফরে আসছেন তারেক রহমান

শনিবার দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
তারেক রহমান
তারেক রহমান |ফাইল ছবি

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে তার।

শনিবার দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবহিত করেছেন।

সে অনুযায়ী বেলস পার্কের জনসভাকে বড় সমাবেশে রূপ দিতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। বরিশাল ক্লাবে বিকেল ৩টার দিকে সেই সভায় বিভাগের ধানের শীষের প্রার্থীরা ছাড়াও সংগঠনের নেতারা অংশ নেবেন।’

এদিকে, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগ ঘিরে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে প্রস্তুতি শুরু করেছেন।

তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে সর্বশেষ বরিশালে এসেছিলেন। ওইদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বরিশাল স্টেডিয়ামে একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। একই সফরে তিনি সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এছাড়া বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।