খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত পালন করা হয়। এতে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়ের সাংবাদিকরাও অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়িতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও হামলার মুখে পড়ছেন। এতে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বক্তারা আরো বলেন, প্রশাসনের উদাসীনতায় দুর্বৃত্তরা এসব ঘটনার পরও পার পেয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক। সম্প্রতি ‘সাম্প্রদায়িক সহিংসতা’ চলাকালে উভয়পক্ষের হামলা ও মারধরের শিকার হন সংবাদকর্মীরা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। এতে সাংবাদিকসহ তাদের পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকরা অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকাসহ দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি মো: জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, জিটিভির জেলা প্রতিনিধি হ্ল্যাপ্রু মারমাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকেরা বক্তব্য রাখেন।
মানববন্ধন ও কর্মবিরতি শেষে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের হত্যাসহ লাঞ্ছিত করার হুমকি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভুয়া ফেসবুক আইডি থেকে রাষ্ট্র, গণমাধ্যম ও সংবাদকর্মীদের বিরুদ্ধে মানহানিকর প্রচারণাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হয়রানি বা বাধাগ্রস্ত হলে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পর্যায়ে একটি মনিটরিং সেল গঠনসহ গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পর্যায়ের সাংবাদিকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।