জয়পুরহাট প্রতিনিধি
‘জামায়াত দেশের দায়িত্ব পেলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে’ জানিয়ে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান অমুসলিম ও নারী অধিকার নিয়ে বলেছেন, ‘জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে মন্দির বা গির্জা পাহারা দিতে হবে না। মেয়েদের বিশেষ ব্যবস্হাপনায় আলাদা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মেডিক্যাল কলেজ নির্মাণ করবে।’
শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে এক সদস্য শিক্ষাশিবিরে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘আলাদা ও নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্হা করবে। এমনকি মেয়েরা আর্মি অফিসারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজা নয় প্রজাদের সেবক হিসেবে কাজ করবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি দেশ গড়বে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের বাংলাদেশকে ঢেলে সাজিয়ে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।’
জামায়াতের এই নেতা আরো বলেন, ‘সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিস্কার। একটি ফ্রি ফ্রেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ২০০৮ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র’ ও মইনুদ্দিন ফখরুদ্দিনের যৌথ প্রযোজনার নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের ভোটাধিকারের নির্বাচন দাবি করছি, প্রথমে স্থানীয় তারপরে জাতীয় নির্বাচনেরও দাবি করছি।’
জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক আব্দুর রহিম বলেন, ‘জামায়াত সদস্যদের প্রত্যেককে তাদের শপথের আলোকে জীবন যাপন করতে হবে। কোরআনের বিধি বিধানের আলোকে নিজের ব্যক্তি জীবন ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াত সকলের ঘরে ঘরে পৌঁছাতে হবে।’
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। একটি দূর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘জন আকাঙ্খা পূরনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে। এজন্য ব্যাপকভাবে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছিয়ে দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জয়পুরহাটের উর্বর জমিনের উর্বরতা আরো বৃদ্ধি করতে হবে।’