গাজীপুরে আলোচিত জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহরিমা জান্নাত সুরভী মানবিক বিবেচনায় চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) এ আদেশ দেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে। জেলা জজ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ আদেশ দেন।
চাঁদাবাজি ও অপহরণ মামলায় দুপুরে রিমান্ড এবং সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন জামিনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সুরভী একজন পরীক্ষার্থী এবং একজন নারী হওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা একজন জুলাইযোদ্ধা, এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
এ বিষয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান কামাল বলেন, ‘দুপুরে রিমান্ড এবং সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন জামিন, এই পুরো প্রক্রিয়ায় আদালত মানবিক ও সংবেদনশীল অবস্থান নিয়েছে। সুরভী একজন পরীক্ষার্থী ও নারী হওয়াসহ তার সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আদালত এই জামিন দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘জুলাইযোদ্ধা হিসেবে তার পরিচয় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়েছে। এটি বিচার বিভাগের ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক সিদ্ধান্ত।’
এর আগে, একই দিন দুপুরে মামলার তদন্তের স্বার্থে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর বিরুদ্ধে দু’ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আদেশের সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: হাফিজুল্লাহ জানান, রাষ্ট্রপক্ষ এ সময় শুনানির জন্য প্রস্তুত নয়। পরে সুরভীর পক্ষে জামিন আবেদন করা হলে আদালত গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামালের নিজ জিম্মায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। চার সপ্তাহ পর পূর্ণাঙ্গ শুনানি হবে।
জামিন সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে সোমবার রাতেই মুক্তি লাভ করেন। সংশ্লিষ্ট মহলে আদালতের এই সিদ্ধান্তকে মানবিকতা, ন্যায়বিচার ও আইনের শাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।



