সাভারে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

সাভারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বনগাঁ ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক আবু সাঈদ নিহত হয়েছেন; আহত আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার মডেল থানা
সাভার মডেল থানা |ফাইল ছবি

ঢাকার সাভারে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ভবানীপুর ফাঁড়ি ইনচার্জ (এসআই) শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতের সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত আবু সাঈদ (৫২) সাভারের বনগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-দফতর সম্পাদক ছিলেন।

এসআই শহিদুজ্জামান নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উভয়পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

স্থানীয়রা জানায়, বনগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের সাথে দীর্ঘ দিন ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব চলছিল জাকির হোসেনের সাথে। সম্প্রতি জাকির দলবল নিয়ে জহির উদ্দিন বাবুলের ওপর হামলা করে গুরুতর আহত করেন। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার বাড়ি ফেরেন তিনি। এ সময় এলাকায় আবারো উত্তেজনা সৃষ্টি হয়, সন্ধ্যায় সাভার থানার পুলিশ উভয়পক্ষের সাথে কথা বলে শান্তিশৃঙ্খলা রক্ষায় শান্ত থাকতে পরামর্শ দেয়। রাত ৯টার দিকে স্থানীয় কোন্ডা বাজার থেকে ফেরার পথে বাবুলসহ ১০/১২জনের ওপর জাকিরের ক্লাবের সামনে হামলায় চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়। তাদের উদ্ধার করে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে আবু সাঈদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাবুলসহ আরো তিনজন।

সাভার মডেল থানার ডিউটি অফিসার (এসআই) মো: ইউনুছ জানান, রাতেই লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।