নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির শোক

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে কিশোরগঞ্জ কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে কিশোরগঞ্জ কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) এ শোক প্রকাশ করেন নেতারা।

বর্ষীয়ান এ সাংবাদিক নেতার মৃত্যুতে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক ফজলুল হক জোয়ারদার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ফখর উদ্দিন ইমরান, সহ-সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক নজরুল ইসলাম মুজিব, সাধারণ সম্পাদক ও মানব জমিনের সাংবাদিক রফিকুল হায়দার টিটু, আমার দেশের সাংবাদিক মাসুম পাঠান, দৈনিক দিনকালের সাংবাদিক মাইনুল হক মেনু, সময়ের কণ্ঠস্বর ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ছাইদুর রহমান নাঈম, সাংবাদিক ধ্রুব রঞ্জন দাস, খাইরুল ইসলাম, মিয়া মোহাম্মদ ছিদ্দিক ও সাংবাদিক মুজাহিদ বিন জালাল প্রমুখ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।