যশোর-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ শোকজ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য গোলাম রসুল।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর চৌগাছা উপজেলার বহুস্থানে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টার দেয়ালের সাথে সাটানো রয়েছে। যা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন।
অভিযোগ অনুযায়ী, সাবিরা সুলতানা নির্বাচনী প্রচারণাকালে অনুমোদনহীনভাবে নির্দিষ্ট বিধি লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করেছেন বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ শোকজ নোটিশ জারি করা হয়েছে।
এ বিষয়ে আগামী ২৯ জানুয়ারি বিকাল ৩টায় যশোর জেলা আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল আদালতে হাজির হয়ে হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নোটিশে আরো বলা হয়, প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নোটিশ পেলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব দেবো ইনশাল্লাহ।’



