নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, নগদ টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল ও রূপগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫) ও সুমন হোসেন (২৩)। এ সময় সাব্বির ও মামুনসহ কয়েকজন সহযোগী পালিয়ে যান।
পূর্বাচল সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর ইরতিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুড়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে ফেললে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের মধ্যে পাঁচজনকে আটক করে।
সেনাবাহিনী আরো জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক জমি দখল, বালু ভরাট ও মাদককারবারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে শুটার রিয়াজের নেতৃত্বে এলাকায় অস্ত্রের শোডাউন করে আসছিল। রূপগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের
রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রিয়াজ বাহিনীর গ্রেফতার সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।