মিরসরাইয়ে নারীদের উন্নয়নে বিএনপি নেতার উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র উপহার দিয়েছেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে নারীদের উন্নয়নে বিএনপি নেতার উঠান বৈঠক
মিরসরাইয়ে নারীদের উন্নয়নে বিএনপি নেতার উঠান বৈঠক |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে নারী, বৃদ্ধা ও তরুণীদের অংশগ্রহণে উঠান বৈঠক করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

রোববার (১২ অক্টোবর) বিকেলে হাইতকান্দি ইউনিয়নে ‘নারী শক্তি, গণতন্ত্রের অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক ফজলুর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র উপহার দিয়েছেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার গঠন হলে রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা তৃণমূলে ঐক্যবদ্ধভাবে এই বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মনিরের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক বাহার, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা খান সাব, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক নুরের ছাফা ডিপটি, খইয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহিম বাবলু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুল আলম চৌধুরী মানিক, ভোরের বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি শাহজাহান খোকন এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন।