প্রতিক অ্যাপারেলস খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

অর্থনৈতিক সংকট কাটলে কারখানা খুলে দেয়া হবে এবং শ্রমিকরাও কাজে যোগদান করবেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
প্রতিক অ্যাপারেলস খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট
প্রতিক অ্যাপারেলস খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট |নয়া দিগন্ত

সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিক অ্যাপারেলস লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা অবস্থান ধর্মঘট পালন করছেন।

আজ সোমবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান নেয়ার পর দুপুর পর্যন্ত তারা ঢাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ আগস্ট থেকে প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সংকটে পড়ায় এবং কোনো কাজ না থাকায় শ্রমিকদের মৌখিকভাবে কাজে না আসার নির্দেশ দেয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট কেটে গেলে পুনরায় কারখানা চালু করা হবে।

কারখানার ম্যানেজার মো: হাবিবুর রহমান বলেন, ‘আমাদের শ্রমিকরা ভালো। তবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের আলী আকবর ও কালাম নামের দুই নেতার উস্কানিতে শ্রমিকরা কলকারখানা অধিদফতরে গিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক সংকট কাটলে কারখানা খুলে দেয়া হবে এবং শ্রমিকরাও কাজে যোগদান করবেন।’

অন্য একটি সূত্র জানায়, এর আগে গত ২ মার্চ ২০২৫ তারিখে এই কারখানার শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম সুজন বলেন, ‘কারখানাটি বেআইনিভাবে বন্ধ করা হয়েছে। অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে।’