সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সশস্ত্র খাসিয়াদের গুলিতে বাংলাদেশী দুই তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপারি আনতে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়ে। এতে আশিকুর ও মোশাহিদ মারা যান।
নিহতের লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক নাজমুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। এদের মধ্যে একজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের লাশ কোথায় আছে তা এখনো নিশ্চিত নই।’
তিনি বলেন, ‘সীমান্তের ভেতরে সুপারি আনতে গেলে ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।’



