রাজশাহীতে অসাবধানতাবশত পরিত্যক্ত ৩৫ ফুট একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে দু’ বছরের শিশু। তাকে জীবিত উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিশুটির নাম মো: স্বাধীন। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘বুধবার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন। পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।‘
ওসি আরো বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে জীবিত উদ্ধারে কাজ করছেন । ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।’
ওসি শাহীনুজ্জামান বলেন, ‘শিশুটিকে মাটি খুঁড়ে বের করতে হবে। এটি খুব কঠিন কাজ। তারপরও তাকে উদ্ধার করে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আমরা সবাই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল তানোরে যোগ দিচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পরিত্যক্ত নলকূপটির ব্যাস পাঁচ ফুট। এটি প্রায় ৩৫ ফুট গভীর। শিশুটি কিছুক্ষণ আগেও শিশুটি সাড়া দিয়েছে। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন দ্রুত উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরতে পারে।



