পাঠ্যপুস্তকে ভূমি সংক্রান্ত সিলেবাস প্রণয়ন ও অটোমেশন সিস্টেম ছড়িয়ে দেয়ার দাবি

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘ভূমিবিষয়ক মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন প্রকল্পের কার্যকর প্রয়োগ, নাগরিকদের অনলাইনে ফি লেনদেনের বিষয়গুলো নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur Sadar
পাঠ্যপুস্তকে ভূমি সংক্রান্ত সিলেবাস প্রণয়ন ও অটোমেশন সিস্টেম ছড়িয়ে দেয়ার দাবি
পাঠ্যপুস্তকে ভূমি সংক্রান্ত সিলেবাস প্রণয়ন ও অটোমেশন সিস্টেম ছড়িয়ে দেয়ার দাবি |নয়া দিগন্ত

পাঠ্যপুস্তকে ভূমি সংক্রান্ত সিলেবাস প্রণয়ন, প্রান্তিকসহ সর্বস্তরের ভোক্তাদের ভূমিসেবা কার্যক্রম সহজীকরণে অটোমেশন সিস্টেম ছড়িয়ে দেয়ার দাবি উঠেছে রংপুরে এক সেমিনারে।

সোমবার (২৬ মে) দুপুরে রংপুর ডিসি কনফারেন্স রুমে ভূমিসেবা অটোমেশন, বিদ্যমান চ্যালেঞ্জসমুহ ও উত্তরণের পথনকশা শীর্ষক সেমিনারে এ দাবি করেন বক্তারা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন এডিসি(রাজস্ব) আবু সাঈদ, জেলা পরিষদের নির্বাহী মামুনুর রশিদ, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, এনটিভির সিনিয়র প্রতিবেদক এস এম মইনুল হক, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জুয়েল আহমেদ প্রমুখ।

এসময় অটোমেশন পদ্ধতি প্রান্তিক মানুষের দোড়গোড়ায় পৌঁছাতে সচেতনামূলক প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্ব দেয়া হয়।

এর আগে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ভূমিমেলা নিয়ে প্রেস ব্রিফিং করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘ভূমিবিষয়ক মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন প্রকল্পের কার্যকর প্রয়োগ, নাগরিকদের অনলাইনে ফি লেনদেনের বিষয়গুলো নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে হয়রানি এবং দুর্নীতিমূক্ত ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে।’

এসময় সেমিনারে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল উপস্থিত ছিলেন।