নেত্রকোনায় পাগলা শেয়ালের কামড়ে শিশুসহ আহত ২১

রাত এক পাগলা শেয়াল চানগাঁও গ্রামের বিভিন্ন মানুষের ঘরে ঢুকে কামড়াতে শুরু করে। পরে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে একইভাবে সবাইকে কামড়ায়। রাতে আকস্মিক এ ঘটনায় সকলের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় এক পাগলা শেয়ালের কামড়ে শিশু ও নারীসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার চানগাওঁ গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রাপ্তরা হলেন- আবির (২), মারিয়া আক্তার (৩), তাইজুল (৬), লিজা আক্তার (৯), তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), এলমাদ মিয়া (৩৫), শামীম (৩৮), কাইয়ুম (৪০), জেসমিন আক্তা (৪৫), আঙ্গুর মিয়া (৫০) ও আসব আলী (৭৫)। অন্য আহতদের নাম জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক পাগলা শেয়াল চানগাঁও গ্রামের বিভিন্ন মানুষের ঘরে ঢুকে কামড়াতে শুরু করে। পরে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে একইভাবে সবাইকে কামড়ায়। রাতে আকস্মিক এ ঘটনায় সকলের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

আহত এরশাদ মিয়া, আসব আলী ও জেসমিন আক্তার বলেন, ‘রাইতের বেলা কই থাইক্যা আচমকা একটা শেয়াল আইয়া যেহানে যারে পাইছে কামড়াইছে। কারোরে ঘরে ঢুইকা আবার কারোরে ঘরের বাইরে কামড়াইছে। তহন আমরা বেবাকে ডরে আন্দা হইয়া গেছিলাম।’

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্বাছ আলী সাংবাদিকদের জানান, ‘শেয়ালের কামড়ানো শিশুসহ ১৫-১৬ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।’