বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘কোরআনের দাওয়াত পৌঁছে দিতে জামায়াত কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নিবে। দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদ মেনে নিবে না। যার প্রমাণ হলো বৃহৎ ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্বাচন।‘
শুক্রবার (১৭ অক্টোবর) বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবিদুর রহমান সোহেল বলেন, ‘সমস্ত চাপ উপেক্ষা করে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কর্মীদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে। আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখায় কেন্দ্রে যেতে দিবে না। আমরা বলতে চাই, কোনো রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায় না।’
শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, জামায়াত নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেলিম রেজা, অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।