কুলাউড়ায় মাদরাসা ছাত্রকে পিঠিয়ে জখম : থানায় এজাহার দাখিল

‘অভিযোগটি আমলে নিয়ে মাদরাসা ছাত্রকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় মাদরাসা ছাত্রকে পিঠিয়ে জখম : থানায় এজাহার দাখিল
কুলাউড়ায় মাদরাসা ছাত্রকে পিঠিয়ে জখম : থানায় এজাহার দাখিল |নয়া দিগন্ত

পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়ায় মাদরাসা ছাত্র মেহেদী হাসান সানিকে (১৪) পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

রোববার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে কুলাউড়া উপজেলার পৃত্রিমপাষা ইউনিয়নের কলিরকোনা লাল মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মাদরাসার হিফজ বিভাগের ছাত্র নিরীহ মেহেদী হাসান সানিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মাদরাসা ছাত্র সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে রোববার বিকেলে কুলাউড়া থানায় একটি মামলা করা হয়েছে পৃথিমপাশায ইউনিয়নের কলির কোনা গ্রামের আনোয়ার মিয়া, কুসুম বেগম ও সলমান মিয়ার বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ আগস্ট সকালে ১১টার দিকে কলিরকোনা গ্রামের ইব্রাহিম আলীর মেধাবী ছাত্র মেহেদী হাসান সানি তার পালিত ছাগল আনতে নদীর পাড়ে যায়। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কলির কোনা গ্রামের সন্ত্রাসী আনোয়ার, সলমান মিয়া মাদরাসা ছাত্র সানিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এছাড়াও কুসুম বেগম তাকে মারধর করে। সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছেলেটি প্রাণে রক্ষা পায় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ইব্রাহিম মিয়া কুলাউড়া থানায় থানায় আনোয়ার মিয়া কুসুম বেগম ও সলমান মিয়ার বিরুদ্ধে একটি মামলা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক এ বিষয়ে জানান, অভিযোগটি আমলে নিয়ে মাদরাসা ছাত্রকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।