সাভারে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী (২৩)। এ মামলায় দেলোয়ার হোসেন দিলু (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ, অপর আসামি অন্তর চৌধুরী (২৭) পলাতক রয়েছেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে গ্রেফতার দিলুকে আদালতে পাঠানো হবে বলে নয়া দিগন্তকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যানারী ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম সবুজ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার একটি মার্কেটে ভিকটিম তরুণী বাঁশবাড়ি কল্যাণ সমিতিতে চাকরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সাথে পরিচয় হয় অন্তর চৌধুরীর। ভিকটিম বিদেশ যেতে আগ্রহী হলে অন্তর তার মা -এর সহযোগী হয়ে যেতে বলেন। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় অন্তর ও তার মা অনিকা এবং দিলুসহ তরুণীর ফুলবাড়িয়া রাজাঘাটের ভাড়া বাসায় যান। তরুণীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় কাগজপত্র নিয়ে অন্তরের মা অনিকা বাসা থেকে চলে যায়। পরবর্তীতে রাত ৮টার দিকে প্রথমে অন্তর পরবর্তীতে দিলু পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম সবুজ জানান, শনিবার ভিকটিমকে ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।



