সাভারে টনসিল অপারেশন, হাসপাতালে ২ শিশুর মৃত্যুর অভিযোগ

‘দুই ক্লিনিকে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে টনসিল অপারেশন, হাসপাতালে ২ শিশুর মৃত্যুর অভিযোগ
সাভারে টনসিল অপারেশন, হাসপাতালে ২ শিশুর মৃত্যুর অভিযোগ |নয়া দিগন্ত

সাভারে পৃথক দুটি হাসপাতালে টনসিল অপারেশনের সময় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত শিশু সাহরা আমিন (৭) এর চাচা সুমন মৃত্যুর খবর নয়াদিগন্ত কে নিশ্চিত করেন।

জানা যায়, সাভারের থানা বাসস্ট্যান্ডের আনন্দপুর এলাকায় ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে গলার টনসিল অপারেশন করাতে সোমবার রাতে ভর্তি করা হয় আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিনকে। তাকে এনেস্তেশিয়া করেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা: ইরফান। এসময় তাকে ভুলভাবে টনসিলের অপারেশন করেন এনাম মেডিক্যালের নাক কান গলা আরেক ডাক্তার খন্দকার আবুল বাশার।

অপারেশনের এক ঘণ্টা পরে তার মৃত্যু হয়। মৃত অবস্থায় তাকে এনাম মেডিক্যারে নেয়া হয়। নিহতের স্বজন নাজমা আক্তার জানান, শিশুটি বাসা থেকে হেঁটে গাড়িতে ওঠেছিল। তেমন অসুস্থতা ছিল না।

ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ‘আমাদের হাসপাতালে শিশুটি ডাক্তারের মাধ্যমে ভর্তি হয় তাই মারা গেছে দায় ওই ডাক্তারের আমাদের না।’

এবিষয়ে ওই দুই ডাক্তারকে ফোন করা হলে তারা মুঠোফোনের লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।

অপরদিকে সাভার থানা বাসস্ট্যান্ডে মর্ডান প্লাজায় অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায়য় ১৩ বছরের শিশু রাতুলের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মানিকগঞ্জ থেকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় রাতুলকে। পরে টনসিল ভুলভাবে অপারেশন করার কারণে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একটি সূত্র জানায়, সাভারে অনুমোদনহীন ব্যক্তিমালিকানা /বেসরকারি অসংখ্য হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যেগুলোতে প্রায় সময় ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘দুই ক্লিনিকে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’