ময়মনসিংহে পদযাত্রা করতে এসে অসুস্থ হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার।
তিনি জানান, ‘কিছুদিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হলে সকল রিপোর্ট ভালো পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টা চিকিৎসাধীন থেকে তিনি চলে যান।’
এর আগে নগরীর টাউন হল মাঠে জুলাই পদযাত্রার মঞ্চে বক্তব্য রাখার পর কিছুটা অসুস্থবোধ করেন হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
চিকিৎসকরা জানান, কয়েকদিন ধরে বক্তৃতা দেয়ার কারণে হাসনাত আব্দুল্লাহর গলায় সমস্যা হচ্ছিল। কষ্ট হচ্ছিল কথা বলতে। তবে এখন তিনি সুস্থ আছেন।
বেসরকারি ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডা: জহির মো: শরীফ তাকে চিকিৎসা দেন।