চিরতরে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে ফেললেন পিঞ্জরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিঞ্জরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আবু ছাইদ শিকদার।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়ির পুকুর ঘাটে নির্মিত নৌকা প্রতীকের ভাস্কর্যটি নিজ হাতে ভেঙে এ ঘোষণা দেন।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সাথে সাথে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের ভিতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আবু সাঈদ শিকদার নয়া দিগন্তকে বলেন, যে দলের নেতা বা নেত্রী দলীয় নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে, সপরিবারে বিদেশে পালিয়ে যায়, এ ধরনের দল করা থেকে বিরত থাকা উচিত। এ ধরনের দল করা নিজের পায়ে কুড়াল মারার শামিল।