আশুগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ জামায়াতের

‘সমাজে যেখানে মানবতার সংকট, সেখানে জামায়াত সর্বাগ্রে এগিয়ে আসে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।’

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
আশুগঞ্জে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
আশুগঞ্জে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শারীরিকভাবে অক্ষম, গরিব ও অসহায় ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার কমাউড়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সমর্থনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা জামায়াত আমির শাজাহান ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল আরিফ বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে সর্বদা নিবেদিত। সমাজে যেখানে মানবতার সংকট, সেখানে জামায়াত সর্বাগ্রে এগিয়ে আসে। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।’

প্রধান বক্তা মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন।