ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তার সুস্থতার জন্য দোয়া করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আসর নগরীর পূবালী চত্বরে কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ান। এ সময় এবি পার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, মহানগর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী, এনসিপি কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো: রাশেদুল হাসান, মহানগর সদস্য নাইমুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আপ বাংলাদেশ কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো: লোকমান হোসেন, জেলা আহ্বায়ক মো: হাসিবুল ইসলাম ও মহানগর সদস্য সচিব মাওলানা আবুল ফালাহ আহমাদি বক্তব্য রাখেন।



