দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ

সকালে ৩ নম্বর সতর্ক সঙ্কেত পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ঘাটে যাত্রী পারাপার বন্ধ রাখার আদেশ দেন

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ার সাথে মূল ভূ-খণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে
হাতিয়ার সাথে মূল ভূ-খণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে |নয়া দিগন্ত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সাথে মূল ভূ-খণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে ৩ নম্বর সতর্ক সঙ্কেত পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ঘাটে যাত্রী পারাপার বন্ধ রাখার আদেশ দেন। এছাড়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাটে গিয়ে সকল ধরনের যাত্রী পারাপারের নৌ-সার্ভিস বন্ধ করে দেন।

ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে নদী উত্তাল দেখা গেছে। উপজেলার গুরুত্বপূর্ণ ঘাট নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি অন্যান্য যানবাহনে যাত্রী পারাপার নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়ার তমরদ্দি রুটে যাত্রীবাহী লঞ্চ ও চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী বিআইডব্লিউটিসির জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে।

ইউএনও মো: আলাউদ্দিন বলেন, তিন নম্বর সঙ্কেত ও বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে সকল ধরণের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে।