মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চরকেওয়ার নতুন আমঘাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫)। তাদের কাছ থেকে ২টি ককটেল, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, একটি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ৪টি বিয়ার বোতল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটক মামুন দেওয়ান একটি হত্যা মামলার পলাতক আসামি। আটকরা শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



