পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির নতুন নেতৃত্বের নির্বাচনে এককভাবে সর্বাধিক ভোট পেয়ে ২য় বারের জন্য সভাপতি পদে কাজী মজিবর রহমান ও মহাসচিব পদে মো: শাব্বির আহমেদের নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের অক্সিজেনস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্টিত হয়।
নির্বাচনে মহাসচিব পদে ছিল ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা। এ পদের জন্য প্রতিদ্বন্ধিতা করেন স্থায়ী কমিটির সদস্য মো: শাব্বির আহমেদ, আবদুল মজিদ ও লিগ্যাল এইড কমিটির সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার।
তিনজন প্রার্থীর প্রতিদ্বন্ধিতায় মহাসচিব পদে নির্বাচন ছিল বেশ প্রতিযোগতিামূলক। সদস্যদের আস্থা অর্জনে সক্ষম হন মো: শাব্বির আহমেদ এবং এক সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি বিজয়ী হন।
পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রেজাউল করিম এবং অধ্যক্ষ আবু তাহের ভোট গ্রহণের দায়িত্ব পালন করে এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। তাদের তত্ত্বাবধানে স্থায়ী কমিটির ২৫ জন ভোটারের মধ্যে ১৭ জন সদস্য সরাসরি উপস্থিত ছিলেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ।
নির্বাচনের পর উপস্থিত সকল সদস্যদের স্বাক্ষরিত একটি রেজুলেশন গৃহীত হয়, যে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক করবেন। এটি সংগঠনের কাঠামোকে দ্রুত সুসংগঠিত করতে সহায়তা করবে। সভাপতি ও মহাসচিব এখন বাকি পদগুলোতে যোগ্য ও নিষ্ঠাবান সদস্য নিয়োগ দিবেন।
নব নির্বাচিত সভাপতি ও মহাসচিব দায়িত্ব গ্রহণের সাথে সাথে পিসিএনপির সামনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ উন্মোচিত হয়েছে।
সদস্যরা আশা করছেন, তারা সংগঠনের তুলনামূলক দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে উন্নয়নের পদক্ষেপ নেবেন, অভ্যন্তরীণ সংঘাত নিরসন করবেন, সদস্যদের মাঝে ঐক্য দৃঢ় করবেন, জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াবেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে সংগঠনের সুনাম বৃদ্ধি করবেন।
নতুন এ নেতৃত্ব সংগঠনের মূল আদর্শ বজায় রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী পিসিএনপি গড়ে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সদস্যরা।



