পটুয়াখালীর দুমকিতে এক লাখ টাকা মূল্য মানের ২৩টি চায়না দুয়ারি অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
রোববার (২৭ জুলাই) বেলা ১২ থেকে বিকেল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগ সূত্র জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা, শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও দুয়ারি এলাকার খাল ও বিল থেকে সরকার নিষিদ্ধ ২৩টি চায়না দুয়ারি জাল (মাছ ধরার বিশেষ ফাঁদ) জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো: সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে একটি টিম এগুলো জব্দ করে।
জব্দ করা জালগুলোর বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কমপ্লেক্স চত্বরে ইউএনও আবুজার মো: ইজাজুল হকের নির্দেশে জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত জেলেদের আটক করা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: মাহফুজুল রহমান বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।