জামায়াতের প্রার্থী সালাম মাদানী

ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে

সমাবেশে উপস্থিত জুলাইযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হয়।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
কথা বলছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী
কথা বলছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী |ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। শিক্ষার্থীদের হাত ধরেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশে এমপি কে হবে, মন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী কে হবে। রাষ্ট্র কারা পরিচালনা করবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ছাতকে ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাইযোদ্ধা ও ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সালাম মাদানী বলেন, ছাত্ররাই জাতির স্বপ্নসারথি। ছাত্রদের প্রতি জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তাদের হাত ধরেই এই জাতির ভাগ্যের পরিবর্তন আসবে।

এ সময় তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীককে নির্বাচিত করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফ মাহমুদ, সিলেট মহানগরীর সভাপতি শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা সভাপতি মাসুদ আহমদ, ছাত্র নেতা আফজাল হোসেন, জামিল আহমদ, তাজুল ইসলাম, সজিব আহমদ, রবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ কলেজ সভাপতি মতিউর রহমান প্রমুখ।

সমাবেশে উপস্থিত জুলাইযোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হয়।