জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও ওই আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ৬ ডিসেম্বর সিলেটের আলিয়া মাঠে আয়োজিত ৮ দলের সমাবেশ সফল করতে প্রচার মিছিল করেছে কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (৩ নভেম্বর) বাদ আসর এ মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা।
উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় মিছিলে উপজেলা জামায়াতের নায়েবে আমির ও পৌরমেয়র পদপ্রার্থী মো: জাকির হোসেন, সহকারী সেক্রেটারি যথাক্রমে সাইফুল ইসলাম খান, মো: আলাউদ্দিন, অর্থ সম্পাদক শফিক মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, তরিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, ‘বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর স্বাধীনতার স্বাদ পায়নি। গত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো জাতি পায়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।’
তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী দেশে অনবরত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, ঘুম, খুন আর ধর্ষণের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের বলতে চাই, এ কুরাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি করুন।’
প্রচার মিছিলটি কুলাউড়ার উত্তরবাজার থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।



