মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কমলগঞ্জ উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’
আটক ব্যক্তিরা হলেন- বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল আওয়ামী লীগ কর্মী সমাইল হোসেন রাজন ও অশোক দেববর্মা ও ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়া।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



