বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টঙ্গী বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নয় তিনি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দেশের মানুষ আজও তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। দেশে আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত জরুরি। দল ও গণতন্ত্রকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও আদর্শে অবিচল থাকার আহ্বান জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক টঙ্গী থানা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস সামাদ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক প্রকাশনাবিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার। মাহফিলে মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, বিএনপি নেতা হাজী বাবর আলী ও আব্দুস সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসার ছাত্র-শিক্ষক, স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



