গুরুদাসপুরে বিতর্ক উৎসবে নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন

নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের বিতর্ক উৎসবে উচ্চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
গুরুদাসপুরে বিতর্ক উৎসবে নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন
গুরুদাসপুরে বিতর্ক উৎসবে নাজিরপুর কলেজ ও বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন |নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে টানা দুইদিনের বিতর্ক উৎসবে উচ্চ মাধ্যমিকে নাজিরপুর ডিগ্রি কলেজ ও মাধ্যমিকে বিলদহর হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিতর্কে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো নাজিরপুর ডিগ্রি কলেজ।

গুরুদাসপুর ও সিংড়া উপজেলার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই আন্তঃউপজেলা শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক উৎসব শেষ হয়।

বিতর্কে কলেজ শাখায় নাজিরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহমুদা খাতুন ও বিলদহর হাইস্কুলের আরাফাত ইসলাম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। বিতর্কে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

আয়োজক প্রতিষ্ঠান নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ওয়াহিদ মুরাদ লাবুর সভাপতিত্বে বিতর্ক উৎসবে মডারেটরের দায়িত্ব পালন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মো: হাবিবুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, কবি মুন্টু ডানিয়েল ডি কস্তা প্রমূখ।

‘শিক্ষাগ্রহণে মোবাইল ফোনই শিক্ষার্থীদের একমাত্র বাধা’ বিষয়টির পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতায় গুরুদাসপুর ও সিংড়ার স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রভাষক আলমগীর হোসেন ও মাসুদ রেজার সঞ্চালনায় বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।