সিলেটে শিপন হত্যা মামলায় ৮ জনের সাজা

আমরা আশা করেছিলাম অন্তত আমার ভাইয়ের হত্যাকারী ধন মিয়ার ফাঁসির রায় হবে। কিন্তু মাননীয় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরের বহুল আলোচিত শিপন হত্যা মামলার রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে আরো আটজনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলা থেকে ১৯ আসামি খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জয়নুল হক ধন মিয়া (৫০) ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামের মরহুম দরস উল্লাহর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

হত্যার শিকার শিপন মিয়া একই গ্রামের আশিক মিয়ার ছেলে।

এদিকে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার সাদিক মিয়া, মোস্তফা মিয়া, ফরিদ মিয়া, আলা মিয়া, সেলিম মিয়া, হেলিম মিয়া, সাজ্জাদ মিয়া ও মানিক মিয়া। তারা উচ্চ আদালতে আপিল মামলা দায়েরের শর্তে জামিন পেয়েছেন।

এর সত্যতা নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ পুরকায়স্থ।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে পূর্ববিরোধের জেরে ঈশাগ্রাই গ্রামের মানিক মিয়ার গরু একই গ্রামের ছুরাব আলীর ধান খাওয়াকে কেন্দ্র করে মানিক মিয়া ও ধন মিয়া তাদের দলবল নিয়ে হত্যার শিকার শিপনের পরিবারের উপর আক্রমণ চালায়। এ সময় ধন মিয়ার দেশীয় অস্ত্র ছুলফির আঘাতে গুরুতর জখম হন শিপন মিয়া। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পরের দিন শিপনের বড়ভাই রিপন মিয়া ২৭ জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ওসমানীনগর থানার তৎকালীন এসআই স্বাধীন চন্দ্র তালুকদার তদন্ত সাপেক্ষে আরো একজনকে আসামি হিসেবে যুক্ত করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়।

এদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিপনের পরিবার। মামলার বাদি শিপনের ভাই রিপন জানান, আমরা আশা করেছিলাম অন্তত আমার ভাইয়ের হত্যাকারী ধন মিয়ার ফাঁসির রায় হবে। কিন্তু মাননীয় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।