পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার |নয়া দিগন্ত

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ পৌর জামায়াতের উদ্যোগে মেরামত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির ‘সমাজ সংস্কার’ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পৌর জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।

স্থানীয়রা জানান, পিরোজপুর পৌরসভা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জামায়াতের এ উদ্যোগে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী এবং এ মানবিক উদ্যোগকে তারা স্বাগত জানান।

রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’