আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মেঝো ছেলে, পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সাংসদ প্রার্থী শামীম সাঈদী জুলাই-আগস্ট ফ্যাসিস্টবিরোধী ছাত্র আন্দোলণের সকল শহীদ ও আহতদের স্মরণ ও দোয়া করে বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা কেউ নিরাপদ ছিলাম না। এমনকি আল্লামা সাঈদীর বিষয়ে আমরা কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারেনি। তার জানাজাও সুষ্ঠভাবে করেতে পারেনি। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর নির্মম নির্যাতন নেমে আসতো। এক পর্যায়ে আপনাদের কোরআনের পাখিকে কারাগার থেকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে নির্মমভাবে শহীদ করে।
তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়েতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার বটতলা টু চরখালীতে এক আনন্দ মিছিল শেষে ভান্ডারিয়া থানা সড়কে এক সমাবেশে এ কথা বলেন।
উপজেলা জামায়াত আমির আমির হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য এবং জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, শহীদ মাওলানা আব্দুস সুবহানের ছেলে নেছার আহম্মেদ নান্নু, ছারছিনা শরীফের ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ ছিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া শাখার সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসাইন, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি নাদিমুল ইসলাম প্রমুখ।
ওই আনন্দ মিছিল ও সমাবেশে হাজার হাজার মানুষের ঢল নামে। আনন্দ মিছিলে অংশ নেয়া ৫ শাতাধিক মোটরসাইকেলে জুলাই বিপ্লব জাতীয় মুক্তি দিবসের উপলক্ষে বিভিন্ন দাবি সংবলিত সাইন বোর্ড হাতে দেখা যায়।
তিনি আরো বলেন, ‘এই কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের পক্ষে কথা বলায় ও হাজারো অমুসলিমকে দ্বীনের দাওয়াতের মাধ্যমে মুসলমান করে। হয়তো এটাই ছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে তার বড় অপরাধ।’
আল্লামা সাঈদীর ছেলে আরো বলেন, ‘আগামীতে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ) আসন সহ সারাদেশে দাড়িপাল্লাকে বিজয় ঘটিয়ে আল্লামা সাঈদীর হত্যার বদলা নেয়া হবে।’
তিনি ভান্ডারিয়া শেখ রাসেল অডিটরিয়ামের নাম পরিবর্তন করে ঢাকার উত্তপ্ত রাজপথে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ভান্ডারিয়ার সন্তান শহীদ এমাদুল হকের নামে নামকরণ করার দাবি জানান।