জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, জামায়াতে ইসলামীসহ ৮ দলের একটাই দাবি- ৫ দফা দাবি না মেনে গণতন্ত্রে ফিরে আসা অসম্ভব। দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ ডিসেম্বর লালদিঘীর মাঠের ৮ দলের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চট্টগ্রামবাসীকে দলে দলে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করেন- ৫ ডিসেম্বরের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও চট্টগ্রাম মহনাগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার মহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম ও আসাদুল্লাহ ইমলামাবাদীসহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।



