বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমববার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান সমাবেশে প্রধান অতিথি ছিলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপির সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো: নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পরে বিএনপির নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়। এ সময় র্যালিটি রাঙ্গামাটি পৌরসভার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।