স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেছেন, ‘গ্রামে যান বৃদ্ধদের হাত ধরুন, ফেরার সময় তার হাত মাথায় নেন।’
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে নাটোরের গুরুদাসপুরে প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- দুবাই চ্যারিট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বাদার্স রাসেদ, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, নাটোর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জের সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ প্রমূখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী ওই ক্যাম্পে স্ত্রী রোগ, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম ও শিশু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় নিবন্ধিত দুই শতাধিক প্রবীণ রোগীর ওষুধসহ চিকিৎসা সেবা দেয়া হয়।