খালেদা জিয়ার ইন্তেকালে বগুড়ায় জামায়াতের দোয়া মাহফিল

‘জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেত্রীকে হারালো। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
খালেদা জিয়ার ইন্তেকালে বগুড়ায় জামায়াতের দোয়া মাহফিল
খালেদা জিয়ার ইন্তেকালে বগুড়ায় জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি রফিকুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম ও সরকারি আজিজুল হক কলেজ সভাপতি আব্দুল্লাহ আল আমিন।

এ সময় জামায়াত নেতা অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, শিবির নেতা মনিরুজ্জামান লিটন ও আল জাবের হক্কানী উপস্থিত ছিলেন।

শহর আমির আবিদুর রহমান সোহেল বলেন, ‘জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেত্রীকে হারালো। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন জামায়াতের বগুড়া শহর আমির ও বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।