বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার বলেছেন, ‘২৬ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে ফাউন্ডেশন। ২৬ বছর ধরে আমরা কাজ করছি। আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। সিলেটসহ সারাদেশে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বৃত্তি ও দুর্যোগে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা হচ্ছে।’
আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধ-চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন-প্রতিপাদ্যকে সামনে রেখে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবার উদ্বোধনী করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ টি এম সেলিম চৌধুরী’র সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ভার্চুয়ালি বক্তব্য দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা: পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ডা: ইকবাল, অধ্যাপক ডা: জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপি নেতা আশিক চৌধুরী, ডা: শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শাহাব উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন সাকিব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ।
কানাইঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দেলোয়ার হোসেন শাহীন, ফাহিম আল চৌধুরী ট্রাস্ট এর সমন্বয়ক শামীম আহমদ চৌধুরী
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন ও জকিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি রহমত আলী হেলালীসহ সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী।
বিনামূল্যে এই চক্ষু সেবা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রথমধাপে সেবা প্রদানের পর পরবর্তীতে আবার একই সময়ের মধ্যে রোগীদের ফলোআপ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে আড়াই হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রায় দুই শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।