কক্সবাজারের রামুতে অস্ত্র কারখানায় অভিযানে দেশীয় অস্ত্র তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ঈদগড়ে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু আহমদের ঘোনা ও ফাতমার ছড়া সংলগ্ন গহীন অরণ্যে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
রামু থানাধীন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: খোরশেদ আলম বলেন, ‘কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসির নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।



