কুমিল্লায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে শোনার পর সহকারী কমিশনারকে (ভূমি) কেন্দ্রে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা জেলা ম্যাপ
কুমিল্লা জেলা ম্যাপ |নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা চলাকালে দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নাঙ্গলকোট-৪ দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, এসএসসি ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিট পর দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে বাহিরে পাঠানো হয়। এই খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচরে এলে তারা তৎপর হয় উঠে।

কেন্দ্র সচিব মাস্টার শাহ আলম বলেন, ‘হয়ত বাহিরের কোথাও থেকে এনে আমাদের এখানে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, ‘প্রশ্ন ফাঁসের বিষয়ে শোনার পর সহকারী কমিশনারকে (ভূমি) কেন্দ্রে পাঠানো হয়েছে।