হামিদুর রহমান আযাদ

সু্ষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করছে

এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবি পূরণে বাধ্য করা হবে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
বক্তব্য রাখছেন হামিদুর রহমান আযাদ
বক্তব্য রাখছেন হামিদুর রহমান আযাদ |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি অর্থবহ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় গ্রিন ভ্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা করতে হবে। সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে দাবি পূরণে বাধ্য করা হবে।

জামায়াতের এই নেতা বলেন, আজ জনগণ দুর্নীতি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ছাত্র-যুব সমাজ জেগে উঠেছে। আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতিমুক্ত এবং ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গঠন করবে বলে তিনি দাবি করেন।

কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে রুকন সম্মেলনটি অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমির ফরিদুল আলম প্রমুখ।