গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় নবজাতকসহ নিহত ২

রাকিবুজ্জামান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

Location :

Gobindaganj
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিন বয়সী এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিন বয়সী এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিন বয়সী শিশু রাফি ও জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ১০ জন।

মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের পরাগের ছেলে এবং জাহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, মৌসুমী ফিলিং স্টেশনের কাছে যাত্রীবাহী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাফি ও জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত ১০ জনকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত ও আহতের বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুদূর রহমান নিশ্চিত করেন।