গৌরীপু‌রে ছুরিকাঘাতে যুবক নিহত

‘মোকশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ময়মনসিংহ অফিস

Location :

Gauripur
গৌরীপু‌রে ছুরিকাঘাতে যুবক নিহত
গৌরীপু‌রে ছুরিকাঘাতে যুবক নিহত |নয়া দিগন্ত

ময়মনসিংহের গৌরীপুরে বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাত সা‌ড়ে ৯টার দি‌কে ওই যুব‌ক‌কের মৃত্যু হয়।

নিহত মোকশেদ আলী একই গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

এর আগে রাত পৌ‌নে ৮টার দি‌কে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌ‌নে ৮টার দিকে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। বাচ্চুর দ্বিতীয় বিয়ে নিয়ে এই বাগ্‌বিতণ্ডার সূত্রপাত। ঝগড়ার একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে হাতাহাতি হয়। তাদের থামাতে গেলে মোকশেদকে ছুরিকাঘাতে আহত করেন আকাশ। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মোকশেদের মৃত্যু হয়।

মোকশেদের মা পারুল বেগম জানান, মোকশেদ তার চাচা বাচ্চু মিয়া ও চাচাত ভাই আকাশ মিয়ার মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিলেন। সেখানে আকাশের ছুরিকাঘাতে মোকশেদ নিহত হন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, মোকশেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।