বাংলাদেশের বিরল প্রজাতির এক নিশাচর প্রাণী লজ্জাবতী বানর। যারা সাধারণত গভীর বনাঞ্চলে বাস করে। এমনই এক লজ্জাবতী বানর (স্লো লরিস) দেখা মেলেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার সিরাজনগর গ্রামের বাসিন্দা গোবিন্দ বাবুর বাড়ির বারান্দা থেকে উদ্ধার করা হয় বন্যপ্রাণীটি।
জানা যায়, নিজ বাড়ির বাসভবনে বিরল ও বিপন্ন এ প্রাণীটি দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন গোবিন্দ বাবু। পরে ঘটনাস্থলে গিয়ে যত্নসহকারে প্রাণীটি উদ্ধার করেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তারা লজ্জাবতী বানরটিকে বন বিভাগে হস্তান্তর করেন।
সজল দেব জানান, ‘লজ্জাবতী এ বানর বাংলাদেশে বিরল প্রজাতির। এরা সাধারণত গভীর বনাঞ্চলে বসবাস করে এবং মানুষের বাসস্থানে আসে না। তাই বসতবাড়ির বারান্দায় এ ধরনের প্রাণীর উপস্থিতি বিস্ময়কর।’