আবারো ব্রহ্মপুত্রের ধারে ছড়িয়েছে বইয়ের সুবাস। ময়মনসিংহে শুরু হয়েছে ইসলামী বইমেলা। জ্ঞান পিপাসুদের লোভ বাড়াতে প্রতি বছরের মতো নগরীর টাউনহল প্রাঙ্গণে বসেছে ‘বইয়ের হাট।’
ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতা ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী ‘ইসলামী বইমেলা’র আয়োজন করেছে ‘সীরাতকেন্দ্র।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে বইমেলার উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিশে শূরা সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জি। যা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
যেখানে অংশগ্রহণের সুযোগ থাকছে নারীদেরও। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘নারীপ্রহর’ নামে বিশেষ ব্যবস্থায় বইমেলা প্রদর্শনের সুযোগ রেখেছেন আয়োজকরা।
বইমেলায় অংশগ্রহণ করছে দেশের অভিজাত ও শীর্ষ প্রকাশনা সংস্থাসমূহ। ইসলামিক ফাউন্ডেশন, মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, রাহনুমা প্রকাশনী, মদীনা পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসানসহ দেশের প্রথম সারির অর্ধশতাধিক প্রকাশনীর স্টল রয়েছে মেলায়।
আছে লেখক কর্নার। প্রতিদিন দেশের উল্লেখযোগ্য লেখকদের মেলায় অংশগ্রহণের কথা রয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়া শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ ও গবেষকরা মেলার বিভিন্ন পর্বে অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে ১৪ নভেম্বর (শুক্রবার) বইমেলা প্রাঙ্গনে আয়োজন করা হয় আলোচনা ও নাশীদ সন্ধ্যা। উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।
উপস্থিত ছিলেন আলোচিত কবি সাইফ সিরাজ ও প্রখ্যাত লেখক ইফতেখার জামিল। নাশীদ পরিবেশন করেন জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দা ও আবির চৌধুরী। সভাপতিত্ব করেন সীরাত চর্চা ও গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিবুল্লাহ।



